বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ২৩:১৮

রূপসায় কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ ট্রলার যাত্রীর মৃতদেহ উদ্ধার

বাগেরহাট,  ১২ নভেম্বর ২০২৫ (বাসস): খুলনার রূপসা নদীতে টানা চার দিনের অনুসন্ধান অভিযানের পর নিখোঁজ এক ট্রলার যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ  রাত ১০টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৯ নভেম্বর রোববার রাত ১১টার দিকে খুলনার রূপসা ঘাট এলাকায় একটি যাত্রীবাহী ট্রলার ঘাটের পল্টুনের সঙ্গে ধাক্কা খেলে অজ্ঞাত দুই ব্যক্তি নদীতে পড়ে নিখোঁজ হন। 

পরে স্থানীয় সূত্রে খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন রূপসা থেকে একটি ডুবুরি দল ও উদ্ধারকারী বোট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করে।

তিনি আরও জানান, চার দিনব্যাপী ধারাবাহিক অনুসন্ধানের পর আজ দুপুর ২টার দিকে রূপসা রেল ব্রিজ এলাকার কাছে ভাসমান অবস্থায় নিখোঁজ যাত্রী মহিদুল হক মিঠু (৪০)-এর মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহ পরে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।