শিরোনাম

খুলনা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১-এর আওতায় ইস্যুকৃত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবায়ন প্রক্রিয়াটি লোহা ও স্টিলজাত পণ্য, সিমেন্ট, খুচরা ও পাইকারি কাপড়, শিশু খাদ্য, সিগারেট (পাইকারি ও পরিবেশক) এবং সুতার (খুচরা) ব্যবসার লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন না করলে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।