বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ২০:৩৫
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ২১:০২

শেরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ 

ছবি : বাসস

শেরপুর, ১২ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার নকলা উপজেলায় আজ পাট অধিদপ্তরের আয়োজনে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার নকলা উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পাট কর্মকর্তা আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এ সময় জেলায় বিএডিসির উপ-পরিচালক  মো. খলিলুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম দিশা, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে ৭৫ জন কৃষক অংশ নেন। এসময় পাটবীজ তৈরি, সার প্রয়োগ, বীজতলা তৈরির পদ্ধতি সহ পাট বীজ উৎপাদনের সকল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।