শিরোনাম

জয়পুরহাট, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট জেলা ইউনিটের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৯ নভেম্বর শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রধান নির্বাচন কমিশনার জেসমিন নাহার সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জয়পুরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু রেজা মো. আমিনুর রহমান সুইট, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, এনসিপি সমন্বয়কারী ওমর আলী বাবু ও রেড ক্রিসেন্ট কর্মকর্তা আরিফুজ্জামান।
সভায় জানানো হয়, আগামী ১৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ নভেম্বর চ’ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র দাখিলের সময় ২০ নভেম্বর, প্রার্থীর তালিকা প্রকাশ ২৫ নভেম্বর ও ভোটগ্রহণ ২৯ নভেম্বর।
তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার।