বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ২০:১৭

কলারোয়ায় মহিলা দলের কর্মী সম্মেলন 

আজ কলারোয়ায় মহিলা দলের কর্মী সম্মেলন । ছবি : বাসস

সাতক্ষীরা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার কলারোয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে কেঁড়াগাছি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনে (তালা-কলারোয়া) বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান বক্তার বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও হাবিবপত্নী এড. শাহানারা পারভীন বকুল।

কেঁড়াগাছি ইউনিয়ন মহিলা দলের সভাপতি মিসেস ইসমত আরা সাথীর সভাপতিত্বে সমাবেমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন, কলারোয়া উপজেলা মহিলা দলের সভাপতি রাশিদা আশরাফ, কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মুজিবর রহমান, সাধারণ সম্পাদক ডা. সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতার প্রমুখ।

প্রধান বক্তা বকুল বলেন, বিগত তিনটি নির্বাচনে আমরা দেখেছি মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রিয় মা-বোনেরা, এবারের নির্বাচন সেই আগের মতো আর হবে না। এবার ধানের শীষ প্রতীকে এই আসনে হাবিব মনোনয়ন পেয়েছেন। তিনি সৎ, নির্ভীক ও জনপ্রিয় নেতা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা সবাই ধানের শীষের পক্ষে থাকুন, সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন।

প্রধান অতিথি হাবিব বলেন, কেড়াঁগাছি ইউনিয়নের উন্নয়নে আমি সবসময় কাজ করেছি। মজুমদার খালের উপর ব্রিজ নির্মাণ, এলাকার রাস্তাঘাটের সংস্কার, স্কুল, কলেজ ও মার্দ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সহযোগিতা করেছি। 

আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমি আবারও বিজয়ী হতে পারলে এই অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।