শিরোনাম

ঝিনাইদহ, ১২ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় আজ অবৈধ দু’টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ‘এইচএমবিএম ব্রিকস’ এবং ‘এএমবিএম ব্রিকস’ নামের দু’টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারী বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইট ভাটা পরিচালনা করার নিয়ম নেই। গত ২৫ সেপ্টেম্বর পৌর এলাকার ৩ টি ইটভাটায় অভিযান চালিয়ে শুধু সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয় এবং ওই ভাটাগুলোর মালিকদের ইট ভাটার কার্যক্রম পরিচালনা না করতে নির্দেশনা দেওয়া হয়। তারা সে মোতাবেক ভাটা পরিচালনা করবেন না বলে মুচলেকা দেন। কিন্তু ভাটা মালিকরা নির্দেশনা অমান্য করে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৌর এলাকার শিবনগরে অবস্থিত পিন্টু জামানের "এইচএমবিএম ব্রিকস" ও ইশ্বরবা এলাকার আব্দুর রশিদ খোকন মিয়ার "এএমবিএম ব্রিকস" নামের দু’টি অবৈধ ইটভাটার চিমনি এস্কেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।