শিরোনাম

চট্টগ্রাম, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : খাদ্যপণ্যে কেমিক্যাল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরের খুলশী ও কর্ণফুলী থানাধীন এলাকার ছয় প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে খুলশী থানার ওয়্যারলেস এলাকায় অবস্থিত নিউ শাহী বেকারিতে খাদ্যদ্রব্য উৎপাদনে কেমিক্যাল রং ও অস্বাস্থ্যকর তেল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদবিহীন উপকরণ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় ফুলকলি মিষ্টান্ন ভাণ্ডারে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন বিক্রি এবং পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় ক্যাফে আল মক্কা হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশ ও অননুমোদিত প্রক্রিয়ায় খাবার প্রস্তুতের কারণে ১০ হাজার টাকা, জাহাঙ্গীর ফুডসকে বাসি মিষ্টি সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা, নূর সুইটসকে পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘনের কারণে ৭ হাজার টাকা এবং বনফুল মিষ্টান্ন ভাণ্ডারকে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এছাড়া এ সময় অংশ নেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।