শিরোনাম

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে, যদিও দেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো।
আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
জাতিসংঘের সংস্থাগুলোর একটি প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি অনেক প্রতিবেশী দেশের তুলনায় ভালো।
তিনি আরো বলেন, আমরা সতর্ক আছি এবং পরিস্থিতি সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। আমাদের লক্ষ্য হলো—সুষম খাদ্য সরবরাহ বজায় রাখা, যেন কোনো ঘাটতি দেখা না দেয়।
উপদেষ্টা ব্যাখ্যা করে বলেন, সরকার পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে এবং ইতোমধ্যেই বাজারের প্রবণতার ওপর ভিত্তি করে পূর্বাভাস জানানো এবং সমন্বয় করা হয়েছে।
তিনি বলেন, আমরা চালের মজুদ নিশ্চিত করার জন্যও পদক্ষেপ নিচ্ছি। এমনকি সরবরাহ অব্যাহত রাখার জন্য দাম কিছুটা অ্যাডজাস্ট করছি। বাজারের স্থিতিশীলতা এবং কৃষকদের স্বার্থ উভয়ই দেখা হচ্ছে।
সালেহউদ্দিন আরও বিশদভাবে বলেন যে, মধ্যস্বত্বভোগী বা মিল মালিকদের দ্বারা মজুদদারি রোধ করতে ধান সংগ্রহ একটি বৃহত্তর কৌশলের অংশ।
যদি আমরা সরাসরি ধান না কিনি, তাহলে মজুদ ব্যক্তিগত হাতে থাকার ঝুঁকি রয়েছে, যা প্রাপ্যতা ব্যাহত করতে পারে। আমরা পরিস্থিতি কার্যকরভাবে পরিচালনা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, যদিও পরিপূর্ণতা অর্জন সর্বদা একটি ধীর প্রক্রিয়া।
খাদ্য বণ্টনে ভারসাম্য আনয়ন, পর্যাপ্ত মজুদের মাত্রা বজায় রাখা এবং কৃষকে জীবিকা রক্ষা করার পাশাপাশি সাধারণ নাগরিকের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের চলমান প্রচেষ্টার মধ্যে উপদেষ্টা এসব কথা বলেন।