শিরোনাম

বাগেরহাট, ৯ নভেম্বর ২০২৫ (বাসস): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় স্টিল ব্রিজ এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় দিন। এই চেতনা লালন করে বিএনপি আবারও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবে।