শিরোনাম

চাঁদপুর, ৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার সদরে আজ পণ্যের মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার দুপুরে চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানকালে মূল্য তালিকা না থাকায় লোকনাথ স্টোরের মালিককে দুইহাজার টাকা ও মেসার্স শুকতারা ট্রেডার্সের মালিককে পাঁচহাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রির দায়ে নাহিদ স্টোরের মালিককে পাঁচহাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।