শিরোনাম

রংপুর, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : রংপুরে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ২টার দিকে জেলা স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক লিমন রায়।
তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, রাস্তার নিরাপত্তা আমাদের সবার দায়িত্ব। গাড়িতে ওঠার আগে চালকের বৈধ লাইসেন্স আছে কি না তা জেনে নেওয়া জরুরি। রাস্তার পাশে ভাসমান দোকান থেকে চলন্ত অবস্থায় কিছু কেনা বা রাস্তার মাঝে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা— এসব ঝুঁকিপূর্ণ আচরণ বন্ধ করা জরুরি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের আনা-নেওয়ার সময় অভিভাবকদের অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। ট্রাফিক আইন মানা শুধু বাধ্যবাধকতা নয়, এটি নিজের ও অন্যের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিআই (অ্যাডমিন) আবু রায়হান সিদ্দিক, ফারুক হোসেন, গোলাম রব্বানী ও কেরামত আলী এবং সার্জেন্ট আশরাফুজ্জামান ও মোরশেদ আলম।
কর্মসূচিতে রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, শিক্ষকবৃন্দ, ৮ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তোলার উপর গুরুত্বারোপ করেন।