শিরোনাম

চট্টগ্রাম, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এহছান উল্লাহ (২৬) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে।
আজ দুপুর ২টার দিকে উপজেলার ফকিরহাট সাপলংগা এলাকার মিঠা পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
এহছান উল্লাহ রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহনগর শরীফ বাড়ির মো. লোকমানের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। মাত্র ২৫ দিন আগে সে বিয়ে করেন।
নিহতের চাচা মাওলানা আনোয়ার হোসেন জানান, দুপুরে পরিবারের প্রয়োজনের জন্য বাড়ির পাশে কাঁচা বাঁশ কাটছিলেন এহছান। হাতে থাকা বাঁশটি হঠাৎ পাশের পল্লী বিদ্যুতের খোলা তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার অনুসেন দাশগুপ্ত মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, হাসপাতাল থেকে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর বিষয়টি জানানো হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।