বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৬:০৭

আগামী নির্বাচন চব্বিশের গণহত্যার বিচার ও একাত্তরের দোসরদের বর্জনের : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচন হবে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করার এবং ১৯৭১-এর গণহত্যার দোসরদের বর্জন করার নির্বাচন।

আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশে দু’টি উল্লেখযোগ্য গণহত্যা হয়েছে। একটা ১৯৭১ সালে, আরেকটা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে। দুটোই ভয়ংকর অপরাধ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা স্বৈরাচারের পক্ষ নিয়ে গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার চলছে। আশা করি আমরা ন্যায্য বিচার পাব। তেমনি ১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যায় হানাদার পাকিস্তানি বাহিনীকে যারা সহায়তা করেছিল, আমরা তাদেরকেও আগামী নির্বাচনে বর্জন করবো ।

বিএনপি মহাসচিব আরো বলেন, একটা দল বলছে— গণভোট হতে হবে নির্বাচনের আগে। আমরা বলছি— গণভোট যদি হতেই হয়, নির্বাচনের দিনে হতে পারে। গণভোট, সনদ এগুলো আমাদের দেশের সাধারণ জনগণ বোঝে না, এগুলো তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তবে, আমরা বিএনপি থেকে বলেছি, এগুলো আমরা মেনে নিয়েছি। পরিবর্তন আমরা চাই, তবে যে পরিবর্তনগুলোতে আমরা একমত নই, সেগুলো নির্বাচিত সংসদে গিয়ে তর্ক বিতর্কের মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, আমরা গত ১৫ বছর ভোট দিতে পারিনি, তাই এবারের নির্বাচন আমাদের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই আমরা দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারি।

বিএনপি মহাসচিব সার সংকটের কথা উল্লেখ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচিত হয়ে আসেননি, তাই তারা কৃষকের এসব সমস্যা বুঝতে পারেন না। নির্বাচিত সংসদ থাকলে এসব সমস্যা হতো না। বিএনপি নির্বাচিত হলে কৃষকের সব সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবে। কৃষকরা কৃষি কার্ড পাবেন, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ পাবেন,  মা-বোনরা পাবেন ফ্যামিলি কার্ড; যার মাধ্যমে তারা চাল-ডালসহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় জিনিস ন্যায্যমূলে পাবেন।

তিনি আরো বলেন, বর্তমানে দেশে আপনারা যে কৃষকরা আলু চাষ করেছিলেন, তারা ন্যায্যমূল্য পাননি। কোল্ড স্টোরেজে রাখা নিয়েও বিড়ম্বনার শিকার হয়েছেন। তেমনিভাবে ঠাকুরগাঁওয়ে উৎপাদিত করলা, বেগুনসহ নানা সবজি চাষিরাও তাদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে কৃষকের সব ফসলের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এসময়, আসন্ন নির্বাচনকে তার জীবনের সম্ভাব্য শেষ নির্বাচন উল্লেখ করে তিনি জনসাধারণকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

জগ্ননাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন সহ শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম-হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।