শিরোনাম

চাঁদপুর, ১ নভেম্বর ২০২৫ (বাসস) : চাঁদপুর জেলার সদরে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি ও সংক্ষণের দায়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার বিকেলে জেলা সদরের বাবুরহাট বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, বাবুরহাট বাজার এলাকায় অভিযানকালে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার করায় ‘মায়ের দোয়া’ ফলের আড়তের মালিককে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে মেসার্স মাহবুব সীড স্টোরের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ২৫ টাকা জরিমানা করা হয়েছে।