শিরোনাম

পটুয়াখালী, ১ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার বাউফল উপজেলায় আজ বিএনপি’র এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার।
কনকদিয়া ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি বাহাউদ্দীন হাওলাদার-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তসলিম তালুকদার, বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সালমা আলম, উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান ও আব্দুর রহমান সেলিম প্রমুখ।
এ অনুষ্ঠানে বাউফল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।