শিরোনাম

মাদারীপুর, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে মাদারীপুরে জনসমাবেশ হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী ও স্থানীয় জনগণ এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী বলেন, ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব।’
তিনি বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ কর্মসূচি দেশের প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে হবে।’
সমাবেশে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরীসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী।