শিরোনাম

চুয়াডাঙ্গা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস): ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যে জেলায় ৫৪ তম জাতীয় সময় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা সমবায় অফিসের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
পৌর কলেজের শিক্ষক আয়েশা আক্তার রিতার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সমবায়ী আব্দুল আলিম, মোক্তার হোসেন।
জেলায় বর্তমানে ১৩টি কেন্দ্রীয় ও ১ হাজার ৬৩০ টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। এ সকল সমিতিতে ৬৪ হাজার ২৯০ জন সদস্য রয়েছেন। যাদের সংগৃহীত মূলধন ৭ কোটি ৩৭ লাখ টাকা।
পরে ৬ জন সুবিধাভোগী নারী ও পুরুষের মাঝে লোনের চেক এবং ৫ জন সমিতির সদস্যদের হাতে ক্রেস্ট দেয়া হয়।