শিরোনাম

মুন্সীগঞ্জ, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মো. নাসির সর্দার (৪২) ও আল আমীন বেপারী (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার নাসির সদর থানার মোল্লা কান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকার নুরু মিয়া সর্দারের ছেলে এবং আমিন বেপারী একই এলাকার দ্বীন ইসলাম বেপারীর ছেলে।
বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাকাহাটি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও সদর থানা পুলিশ যৌথভাবে তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে মোল্লা কান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত ৩ টার দিকে মাকাহাটি এলাকায় তালিকাভুক্ত আসামি মিল্টন মল্লিকের বাড়ি থেকে ৭টি তাজা ককটেল ও ২টি সুইচ গিয়ার চাকুসহ আসামি নাসির সর্দার ও আল আমীন বেপারীকে গ্রেপ্তার করে।
অভিযানের খবর পেয়ে ৭ মামরার আসামি মিল্টন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা চরাঞ্চলকে অস্থিতিশীল করার জন্য এসব বিস্পোরক ও দেশীয় অস্ত্রসহ সেখানে অবস্থান করছিল।
তথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।