শিরোনাম

পটুয়াখালী, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার বাউফলে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের কঠোর তদারকি অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় বাউফল থানার সামনে একটি বিশেষ ট্রাফিক চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টের নেতৃত্ব দেন ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) ফিরোজ। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো, লাইসেন্সবিহীন চালক ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা কমবে এবং মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।
অভিযান চলাকালে বিভিন্ন মোটরসাইকেল ও হালকা যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় যাত্রী ও স্থানীয়দের মাঝেও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
প্রশাসন জানিয়েছে, নিরাপদ সড়ক গড়ে তুলতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।