বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ২০:১৫
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২০:১৬

টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে অর্থ সহায়তা

ছবি : বাসস

টাঙ্গাইল, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানে শহীদের পরিবার ও আহতদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তার ব্যক্তিগত অফিসে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় সদর উপজেলার বিভিন্ন এলাকার শহীদ পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি আপনাদের পাশে সব সময় আছি। যেকোনো প্রয়োজনে ডাকে আমাকে পাবেন। আপনাদের আত্মত্যাগের কারণেই দেশে আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না।

অনুষ্ঠান শেষে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদরে জুলাই অভ্যুত্থানে শহীদ মারুফের মা মোরশেদা বেগম এবং আহত শতাধিক আহত জুলাই যোদ্ধাদের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।