শিরোনাম

বান্দরবান, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন জগদ্ধাত্রী পূজা।
আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
পূজা উপলক্ষে ভক্তবৃন্দ দিনব্যাপী অংশ নেন জগদ্ধাত্রী মায়ের পূজা, ভোগ নিবেদন, পুষ্পাঞ্জলি প্রদান, আরতি প্রতিযোগিতা ও মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আয়োজনে।
সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী নর-নারীরা মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে জগদ্ধাত্রী মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জগতের শান্তি, সুখ ও নিজ নিজ মনোবাসনা পূরণের প্রার্থনা জানান।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগদ্ধাত্রী পূজা দুর্গাপূজার আরেক রূপ। কার্তিক মাসের শুক্লা নবমীতে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা পালন করে থাকেন। একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার আয়োজনও সম্পন্ন হয়।
আগামীকাল শুক্রবার সকালে দশমী পূজা ও পুষ্পাঞ্জলি প্রদানের পর মহাশোভাযাত্রা সহকারে বান্দরবানের সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের জগদ্ধাত্রী পূজার আনুষ্ঠানিকতা।