বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৮:৫৭

বরগুনায় গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপ্ত

বরগুনায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত। ছবি : বাসস

বরগুনা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বরগুনায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় এ কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে জেলা প্রশাসস এ আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।  

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।