বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৮:৩৩

মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও অর্থ বিতরণ

আজ মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও অর্থ বিতরণ। ছবি : বাসস

মাদারীপুর, ৩০ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলার শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুরের জেলা প্রশাসক আফসানা বিলকিস ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় প্রতিটি পরিবারকে তিন বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা করে প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা দপ্তরের পক্ষ থেকে দুইজন দুঃস্থ ব্যক্তিকে ২টি গরু বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্তদের এসব উপহার সামগ্রী উপকারে আসবে। সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসান, থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা সিহাব প্রমুখ।