শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, মূল্য তালিকা না থাকা ও নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে চার দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ফুলতল, শাকপুরা ও দাশের দিঘি পাড় এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
তিনি জানান, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় নূর স্টোরের নুর হোসেনকে ১ হাজার টাকা, মালেক শাহ স্টোরের মো. সাজ্জাদকে ৫ হাজার টাকা, মা অটোমোবাইলের স্বত্বাধিকারী উত্তম সিংহকে ৫০০ টাকা এবং আছাদিয়া সুইটসের ম্যানেজার আবুল কালামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।