শিরোনাম

কুড়িগ্রাম, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের দরিদ্র দিনমজুর জুয়েল মিয়া। এক সপ্তাহ আগে বুধবার রাত ২টার দিকে ধরলা নদীর তীরবর্তী দক্ষিণ নওদাবস এলাকায় তার বসত বাড়ি আগুনে ভস্মীভ’ত হয়ে যায়। মুহূর্তের আগুনে তার দীর্ঘদিনের জমানো সর্বস্ব ছাই হয়ে যায়।
জুয়েল মিয়া বর্তমানে স্ত্রী ও তিন সন্তানসহ অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ খবর পেয়ে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা তুলে দেন।
এ সময় চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহমেদ রিন্টু, ব্যবসায়ী নেতা আব্দুল আখের, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা জুয়েল মিয়ার পাশে দাঁড়িয়েছি। সমাজের সামর্থ্যবানদেরও এই অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে আসা উচিত।