বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৪:৫২

ফরিদপুরে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামিকে আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার সদরপুর উপজেলার চর কৃষ্ণপুর গ্রামের গৃহবধূ মাফুজা বেগমকে গণধর্ষণ শেষে হত্যার ঘটনায় অভিযুক্ত চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর দুই আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শামীমা পারভিন এ রায় দেন।

রায়ে জাহাঙ্গীর বেপারী, কামরুল মৃধা, আলী বেপারী ও বক্কার বেপারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এছাড়া ওই আসামিদেরকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে আমৃত্যু কারাদণ্ড এবং আরো ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। 

অপরদিকে অন্য দুই আসামি মমতাজ বেগম এবং আবুল কালাম বেপারীকে ধর্ষণ ও হত্যার আলামত নষ্টের অভিযোগে প্রত্যেককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। আরো বিশ হাজার টাকার জরিমানা, অনাদায় ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

রায় ঘোষণার সময় পলাতক আসামি জাহাঙ্গীর বেপারী ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

গত ২০১২ সালের পহেলা অক্টোবর রাতে অভিযুক্ত চার ব্যক্তি মাহফুজা বেগমের ঘরে প্রবেশ করে গণধর্ষণ ও হত্যা করে। এই ঘটনায় নিহতের মা জেলেখা বেগম বাদী হয়ে সদরপুর থানায় মামলা দায়ের করেন।