বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৬

গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধা, ৩০ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের চকগোবিন্দপুর এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাপাসি বেওয়া (৮০) একই এলাকার মৃত পচা শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় একটি মাটি বোঝাই ট্রাক্টর মহিলার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাক্টরটি জব্দ করে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ থানায় মামলা করেনি।