বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ২১:৪৬

হবিগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

ছবি : বাসস

হবিগঞ্জ, ২৯ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলায় রাষ্ট্র মেরামতের রূপরেখা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার বিকেলে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমেদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট কামালউদ্দিন সেলিম। 

বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আব্বাছ উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও গোপায়া ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, গোপায়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ রেজুয়ানোল মতিন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জুনায়েদ হোসেন প্রমুখ। 

পরে বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিদেও মধ্যে ৩১-দফার লিফলেট ও টি-শার্ট বিতরণ করা হয়।