বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ২০:৫৫

নাটোরে হ্যাকিং ও অনলাইন প্রতারণা রোধে সচেতনতামূলক সভা

নাটোরে আজ হ্যাকিং ও অনলাইন প্রতারণা রোধে সচেতনতামূলক সভা। ছবি : বাসস

নাটোর, ২৯ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় লালপুর উপজেলায় আজ ইমো হ্যাকিংয়ের আগ্রাসন এবং অনলাইন প্রতারণা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার লালপুর উপজেলার শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ প্রাঙ্গণে জেলা পুলিশ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এ সচেতনতামূলক এই সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।