শিরোনাম

ঝিনাইদহ, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় আজ অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় মহাসড়কে চলাচলকারী ৬টি যানবাহন ও চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরের ঝিনাইদহ-যশোর মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়ের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
এসময় পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাসির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচি’ আওতায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৬টি যানবাহন ও চালককে মোট সাড়ে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।