বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ১৮:৫৭

কেসিসির উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেসিসির উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : বাসস

খুলনা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনা মহানগরীর খালিশপুরে সড়কের জমির ওপর অবৈধভাবে নির্মিত ভবন ও স্থাপনাসমূহের অংশ বিশেষ উচ্ছেদ করা হয়েছে। 

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট কোহিনুর জাহানের নেতৃত্বে আজ বুধবার দিনব্যাপী খালিশপুরের হাউজিং এস্টেটের ১৬৪ নম্বর সড়কে এ অভিযান চালানো হয়।

এ সময় হাউজিং এস্টেটের ১৮ নম্বর সড়কের ফুটপথের ওপর মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শাম্মী স্টোরের স্বত্বাধিকারী আমিনুল ইসলামকে ১ হাজার টাকা এবং ডিপার্টমেন্টাল স্টোর হাটবাজার'র স্বত্বাধিকারী ইমরান খানকে ১ হাজার টাকা জরিমানা প্রদান ও আদায় করা হয়।

অভিযানে কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অংশগ্রহণ করেন।
কেসিসির সূত্র জানান, কেসিসি’র পক্ষ থেকে সড়কের ওপর নির্মিত স্থাপনাসমূহ অপসারণ করতে বলা হলে অধিকাংশ মালিক নিজ উদ্যোগে অপসারণ করেন। যারা নিজ উদ্যোগে  অপসারণ করেননি আজ কেসিসি’র উদ্যোগে তাদের স্থাপনাসমূহের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।