বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ১৮:৩৯

বুনিয়াদি প্রশিক্ষণই দক্ষ প্রশাসনের ভিত্তি: খুলনা বিভাগীয় কমিশনার

খুলনা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস): খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ নবনিযুক্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ভিত্তি প্রশিক্ষণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

আজ বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণ বিষয়বস্তু মূল্যায়ন’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) যৌথভাবে আয়োজন করে।

মো. ফিরোজ শাহ বলেন, এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের জাতির ইতিহাস এবং আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান করে।

তিনি জোর দিয়ে বলেন, সব প্রশিক্ষণ কর্মসূচি অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা পরিচালিত হওয়া উচিত এবং কোনো কোর্সকেই হালকাভাবে নেওয়া উচিত নয়।

ব্যবহারিক, হাতে-কলমে শেখার গুরুত্ব উল্লেখ করে তিনি কর্মকর্তাদের নির্দেশনা দেন, প্রশিক্ষণার্থীরা যেন সব সরকারি বিভাগের কার্যকারিতা সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মো. হোসেন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সাঈদ মো. মঞ্জুর আলম, আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা এ. এস. এম. কবির, বিপিএটিসি’র উপ-পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) আফিয়া রহমান মুক্তা এবং উপ-পরিচালক সানজিদা শাহনাজ।