বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ১৫:৪০

নড়াইলে বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ৫ হাজারের বেশি কৃষক

বুধবার জেলায় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ছবি : বাসস

নড়াইল, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষিসামগ্রী বিতরণ করা হচ্ছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় এক হাজার ৯০ জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদর উপজেলা আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুণ্ডুসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান বাসসকে জানান, কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদরের ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ৫ হাজার ৮৪০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্যোগ নিয়েছে জেলা কৃষি বিভাগ। 

এর মধ্যে সরিষা চাষের জন্য ৩ হাজার ৬০০ জন কৃষক, গম চাষের জন্য ১ হাজার কৃষক, মসুর চাষের জন্য ৪১০ জন কৃষক, খেসারি চাষের জন্য ৩৮০ জন কৃষক, সূর্যমুখী চাষের জন্য ৩৩০ জন কৃষক, পেঁয়াজ চাষের জন্য ৭০ জন কৃষক, অড়হর চাষের জন্য ৩০ জন কৃষক এবং চিনাবাদাম চাষের জন্য ২০ জন কৃষক প্রণোদনা পাচ্ছেন।

একজন কৃষক সরিষা আবাদের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, গমের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, সূর্যমুখীর জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, চিনা বাদামের আবাদের জন্য ১০ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। 

আর পেঁয়াজ আবাদের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, মসুরের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, খেসারির জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, অড়হর আবাদের জন্য ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে প্রণোদনা সহায়তা পাবেন।