শিরোনাম

সাতক্ষীরা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহীর চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রফিক শেখকে (৪৮) সাতক্ষীরার শ্যামনগর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রাম থেকে মঙ্গলবার রাতে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প এবং র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
আজ বুধবার সকালে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত রফিক শেখ রাজশাহীর চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের মৃত রহমতুল্লাহ শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, চারঘাট থানার চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার দুই নম্বর আসামি রফিক শেখ শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রামে আত্নগোপনে রয়েছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প এবং র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির সদস্যরা সেখানে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
র্যাব আরও জানায়, জমিজমার ভাগ-বণ্টন নিয়ে গত ২১ অক্টোবর রফিক শেখসহ অন্য আসামিরা একই এলাকার মোস্তফা শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত মোস্তফা শেখকে উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে রাজশাহীর চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।