বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ১৩:৪৭

খুলনায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি মো. লিয়াকত শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : বাসস

খুলনা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি মো. লিয়াকত শেখকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে জেলার রূপসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আমদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

খুলনা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রূপসা থানাধীন একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী (৮) তার শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য লিয়াকত শেখের বাড়ির উঠানের পথ ব্যবহার করে। প্রতিদিনের মতো সোমবার দুপুরে মাদ্রাসা ছুটি হলে সে বাড়ি ফেরার পথে লিয়াকত শেখ তাকে তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পরদিন ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। ওই মামলায় পুলিশ আসামি লিয়াকতকে গ্রেপ্তার করে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।