বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১৪:৫১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

গোপালগঞ্জ, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় দুই ট্রাকের সংঘর্ষে মো. জসিম শেখ (২৩) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম শেখ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে। 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দ্রুতগামী অন্য একটি ট্রাক সাজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার জসিম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক দুটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।