শিরোনাম

ঝালকাঠি, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় নদী দূষণ রোধে পলিথিন বর্জন বিষয়ক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন।
পরিবেশ সচেতনতায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা পলিথিন, দূষণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে একটি স্লাইড প্রেজেন্টেশন করেন। তিনি পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে জানান, পলিথিন মাটি, পানি ও বায়ুর জন্য ভয়াবহ হুমকি। এটি কৃষিজ উৎপাদন, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আমাদের নদী ও খাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের কারণে। বাতাসের প্রবাহ যেদিকে যায়, নদীর বাঁকে-মুখে সেদিকে প্লাস্টিক বোতল ও আবর্জনা জমে থাকে, যা পানিপ্রবাহ ব্যাহত করছে। বর্ষার সময় এই বর্জ্য নদীর গতি কমিয়ে দেয়, আর শুকনো মৌসুমে এগুলো নদীর তীরে আটকে থেকে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য ধ্বংস করে দিচ্ছে। তিনি পরিবেশ সংরক্ষণে স্থানীয় উদ্যোগ জোরদারের পাশাপাশি পলিথিন নির্মূলে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যাবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পরিবেশ কর্মীরা।
সভা শেষে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও পাটের ব্যাগ বিতরণ করা হয়।