বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১৩:৪৪

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। ছবি: বাসস

ঝিনাইদহ, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীর ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অন্যান্যরা।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জনগণের আমিষের চাহিদা পূরণ করতে মাছ চাষের বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর ও গ্রামের সকলকেই নিজ নিজ পরিসরে উদ্যোগ নিতে হবে। ছোট পরিসরে হলেও মৎস, হাঁস-মুরগি, গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। আজকের এই মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আমরা সাধারণ মানুষের মধ্যে সেই বার্তাটি দিতে চাই।