শিরোনাম

পটুয়াখালী, ২৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার দশমিনা উপজেলায় আজ ব্যাটারি-চালিত অটোরিকশার ধাক্কায় মাহুয়া (৬) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ৭৩ নং উত্তর-পশ্চিম গছানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মাহুয়া জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের এলাকার লুৎফর মুন্সির মেয়ে এবং ৭৩ নং উত্তর-পশ্চিম গছানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে স্কুল ছুটির পর বিদ্যালয়ের পাশে বাংলাবাজার এলাকায় একটি দোকান থেকে খাবার কিনতে যাওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা শিশু মাহুয়াকে ধাক্কা দেয়। স্থানীয়রা শিশু মাহুয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।