শিরোনাম

টাঙ্গাইল, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এর চালক রাশেদ মিয়া (৩০) নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে কালিহাতী থানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ মিয়া নীলফামারীর সৈয়দপুরের নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে।
তথ্য নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব হোসেন বলেন, একটি বড় কাভার্ড ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বটগাছে আঘাত হানে। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক নিহত হন। এ খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।