বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ১৬:১১

ফটিকছড়িতে ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

আজ ফটিকছড়িতে ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার ফটিকছড়িতে একটি বসতঘর থেকে ৫১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৭ অক্টোবর) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত কওে বলেন, রোববার সন্ধ্যায় ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকার মৃত মোস্তফার ছেলে মো. নুরন্নবী (৪৩), মো. আবুল হাশেমের ছেলে মো. আবুল বাশার (২৭) ও মো. আব্দুল রহিমের ছেলে মো. আব্দুল করিম (৩০)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকার অহিদুর রহমান সওদাগরের বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে অভিযানে চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ৫১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

আসামিদের ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।