শিরোনাম

কুড়িগ্রাম, ২৭ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলার নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০০ বোতল ইস্কাফসহ মোছা. রিনা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মোছা. রিনা বেগম নাগেশ্বরী থানাধীন হিরারকুটি এলাকার বাসিন্দা।
নাগেশ্বরী থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রিনা বেগমের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪০০ বোতল ইস্কাফসহ তাকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে ৪০০ বোতল ইস্কাফসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।