শিরোনাম

চুয়াডাঙ্গা, ২৭ অক্টোবর ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজার ও সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টুর নেতৃত্বে টাউন ফুটবল মাঠ থেকে এ শোভাযাত্রা বের করা হয়। এর আগে সকাল ১০ টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মিরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল সহকারে টাউন ফুটবল মাঠে জড়ো হন। মিছিলে অন্যান্যদের মধ্যে যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু ও রাজীব খানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।