বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ১৪:৪৯

লালমনিরহাটে কমছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

লালমনিরহাটে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে দাম কমেছে। ছবি: বাসস

/বিপুল ইসলাম/

লালমনিরহাট, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : শীত মানেই যেন শিউলি ফুল, কুয়াশা, রঙ্গিন ক্ষেত আর নানা ধরনের শাক-সবজির সমাহার। প্রকৃতিতে শীত এখনও জেঁকে বসেনি কিন্তু লালমনিরহাটে এরই মধ্যে বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। বাজারে মৌসুমের আগাম শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

আজ সোমবার সকালে (২৭ অক্টোবর) জেলা সদরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে নতুন সবজির উপস্থিতি বেড়েছে। বেশিরভাগ সবজি সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে।

শহরের গোশালা বাজার, পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, সদরের মহেন্দ্রনগর ও বড়বাড়ী বাজারের সবজি বিক্রেতারা জানান, বেশ কিছুদিন ধরে সবজির দাম ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে সরবরাহ বাড়ায় বাজারে স্থিতিশীলতা ফিরেছে। তুলনামূলক কম দামের মধ্যেই সব ধরনের সবজি কিনতে পারছে মানুষ।

সবজির খুচরা দোকানগুলো ঘুরে দেখা যায়, মূলা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়, বেগুন ২০ থেকে ২৫ টাকা, পটল ২৫ থেকে ৩০ টাকা, মাটিয়া লাউ ২০ থেকে ২৫ টাকা, বরবটি ৩৫ থেকে ৪০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, বড় করলা ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া পেঁপে প্রতিকেজি ১০ থেকে ১৫ টাকা, কচুর শাঁক ১৫ থেকে ২০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ২০ টাকা, লেবু প্রতি হালি ২০ টাকা, কুমড়া প্রতিকেজি ৪০ টাকা, শসা ২০ টাকা, আলু মানভেদে ১২ থেকে ৪০ টাকা, পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা, রসুন ৬০ থেকে ৭০ টাকা, লাল মরিচ (১০০ গ্রাম) ৩৫ থেকে ৪০ টাকা, আদা ১২০ থেকে ১৩০ টাকা এবং টমেটো ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে, শহর ও গ্রামের বাজারগুলোতে এসব দামের সামান্য ব্যবধান হতে পারে।

গোশালা বাজারের সবজি বিক্রেতা লিয়াকত আলী বাসসকে বলেন, সবজির বাজার সব সময় এক থাকে না। কখনো বাড়ে, আবার কমে। তবে গত সপ্তাহের তুলনায় এখন অনেক সবজির দাম কমেছে।

বড়বাড়ী বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, শীতের মৌসুম শুরু হওয়ায় কৃষকরা আগাম সবজি তুলছেন। সরবরাহ বাড়ার কারণে দাম কিছুটা কমেছে। শীত বাড়লে দাম আরও কমে আসবে।

একই বাজারের বিক্রেতা খায়রুল ইসলাম বলেন, প্রতিদিনই সবজির দাম কিছুটা কমছে। এখন ক্রেতারা আগের তুলনায় অনেক কম দামে সবজি কিনতে পারছেন।

সবজি কিনতে আসা ক্রেতা হাসানুল আজিজ বলেন, সবজির দাম কমায় কিছুটা স্বস্তি পাচ্ছি। আরেক ক্রেতা মাসুদ রানা বলেন, অনেকদিন পর মনে হচ্ছে কিছুটা কম দামে সবজি কিনতে পারছি। আশা করি দাম আর বাড়বে না।

বড়বাড়ী বাজারের কাঁচামাল আড়তের স্বত্বাধিকারী মো. মজিদুল ইসলাম বাসসকে বলেন, বৃষ্টি ও বন্যার কারণে আগে মাঠে শাকসবজি নষ্ট হওয়ায় সরবরাহ কমে গিয়েছিল।

এখন শীতের আগাম সবজি বাজারে উঠতে শুরু করায় সরবরাহ বেড়েছে, তাই দামও কমছে। আগামী এক সপ্তাহের মধ্যে সবজির দাম আরও কমবে।

বড়বাড়ী বাজারের ইজারাদার মোসারফ আলী বলেন, এখন অল্প পরিমাণে শীতকালীন সবজি উঠছে, তাই দাম কিছুটা কমেছে। ধীরে ধীরে সরবরাহ বাড়লে বাজার স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে জেলার বিভিন্ন এলাকার কৃষকরা জানিয়েছেন, মাঠে এখন শীতকালীন বিভিন্ন আগাম সবজির ক্ষেতজুড়ে শোভা পাচ্ছে। এসব সবজি বাজারে উঠতে শুরু করায় দাম কমার প্রবণতা তৈরি হয়েছে।