বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ২১:২৪

সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কেবি-৩ নামের একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শনখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “কেবি-৩ ইটভাটা সরকারি নির্দেশনা অমান্য করে পাহাড় থেকে মাটি কেটেছে। এ জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”