বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ২০:৫৭

দিনাজপুরে মাদক সহ আটক ২  

আজ দিনাজপুরে মাদক সহ আটক ২  । ছবি : বাসস

দিনাজপুর, ২৬ অক্টোবর ২০২৫ (বাসস): জেলা সদরে আজ  ৬২ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

আজ রোববার আজ সন্ধ্যা ৬ টায় দিনাজপুর শহরের কেন্দ্রীয় বাস ট্রার্মিনাল থেকে এসব মাদক ও ট্রাক জব্দ এবং দুই কারবারিকে আটক করা হয়। 

এ ঘটনায় আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গোপালপুর গ্রামের মো. পলাশ সরকারের পুত্র মো. বাহার উদ্দিন সজীব (৩০) এবং একই উপজেলার সোনাপুর গ্রামের মিজানুর রহমানের পুত্র মো. শাকিল হোসেন (২৬)।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাকিবুজামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ রোববার সন্ধা ৬ টায় ডিএনসি'র  পরিদর্শক মো. আব্দুর রহমান- এর নেতৃত্বে একটি চৌকস দল ৬২ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ মো. বাহার উদ্দিন সজীব ও মো. শাকিল হোসেন নামের দুই মাদক কারবারিকে শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মেসার্স এম এ মোটরস-এর  সামনে থেকে আটক করতে সক্ষম হয়েছে।

তিনি জানান, উদ্ধারকৃত গাঁজা ও ট্রাক সহ আটক দু’জনকে রোববার রাত ৮ টায় সদর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ডিএনসি'র পক্ষ হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃত দু’জনকে আগামীকাল সোমবার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।