বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১৯:১৬

নীলফামারীতে পিকআপের ধাক্কায় নানি-নাতনি নিহত

নীলফামারী, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার ডিমলা উপজেলায় টিকা দিতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় ১৪ দিনের নবজাতক শিশু কন্যা ও তার নানি নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুরে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ওই ইউনিয়নের গয়াবাড়ি স্কুল এন্ড কলেজ এলাকার আব্দুস ছাত্তার খানের স্ত্রী সুর্য খাতুন (৫৫) ও তার ১৪ দিনের নাতনি গয়াবাড়ি শুটিবাড়ি বাজার এলাকার বাবুল হোসেনের মেয়ে সামিয়া আক্তার। 

স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ১৪ দিনের নবজাতক নাতনিকে নিয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেয়ার জন্য ব্যাটারি চালিত ভ্যানে করে যাচ্ছিলেন সুর্য খাতুন। এসময় পিছন থেকে আসা একটি মালবাহী পিকআপ তাদের ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু সামিয়ার মৃত্যু হয়। আহত সুর্য খাতুনকে ডিমলা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, এলাকাবাসী পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যায়। পিকআপটিকে জব্দ করে থানায় নেয়া হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।