বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৬
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৫৮

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃতরা হলেন - মো. সাজিদ মিয়া (২৩), স্বপন মিয়া (৩২) ও ছাব্বির মিয়া (২৭)। র‌্যাব-৯ আজ এ তথ্য জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকায় অভিযান চালায়।

এ সময় গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা মাইক্রোবাস ও পিকআপ গাড়ি ও গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।