শিরোনাম

জয়পুরহাট, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জয়পুরহাটে খুচরা পর্যায়ে সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবি জানানো হয়েছে।
এ দাবিতে আজ রোববার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য দেন, জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বারী দুদু, সহ সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল বাশার মণ্ডল।
বক্তারা বলেন, সার বিপণননের বিদ্যমান ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রস্তাব রাখা হয়েছে। এতে সারা দেশে প্রায় ৪৫ হাজার খুচরা সার বিক্রেতা বিপদের মুখে পড়বে।
অথচ দেশের কৃষি উৎপাদন টেকসই রাখতে খুচরা বিক্রেতারা অপরিহার্য ভূমিকা রাখছে। তাই নতুন সার নীতিমালা প্রণয়নের সময় খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষা করে তাদের বহাল রাখার দাবি জানান তারা।