বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১৬:২০

রাঙ্গামাটিতে এইচএসসি উত্তীর্ণদের সেনাবাহিনীর সংবর্ধনা 

এইচএসসি উত্তীর্ণদের সেনাবাহিনীর সংবর্ধনা । ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার জুরাছড়ি উপজেলার একমাত্র শলক কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

জুরাছড়ি উপজেলা সেনাবাহিনী জোনের পক্ষ থেকে আজ রোববার এ সংবর্ধনা প্রদান করা হয়। সকালে যক্ষ্মাবাজার ক্যাম্পে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান।

এ সময়  ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার মেজর ফয়সাল মাহমুদ অনিক, যক্ষ্মাবাজার ক্যাম্প কমান্ডার মেজর মুহম্মদ সিফাত রায়হানসহ জোনের অন্যান্য কমান্ডাগণ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেস চাকমা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোরশেদ আলম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুমদ্যুমা ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, শলক কলেজ এর অধ্যক্ষ রোকসানা জাহান সুমি, শলক কলেজ পরিচালনা কমিটির সভাপতি সুরেশ চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সংবর্ধনা অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান বলেন, দেশ ও জাতির উন্নয়নে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির কোনো বিকল্প নেই। দুর্গম পাহাড়ি এলাকায় অপ্রতুল সুযোগ সুবিধার জন্য এটা কষ্টকর হলেও নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পাহাড়ি জনপদের উন্নয়নের স্বার্থে। এলাকার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে জুরাছড়ি জোনের পক্ষ থেকে ক্রেস্ট ছাড়াও নতুন বই ও পড়ালেখার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।